ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসমাগম বেশি হয় এমন ৪ দিন মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখা হবে। রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। সাইফুদ্দীন আহমদ বলেন, এই ৪দিন জনসমাগম কমাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের ৬টি পয়েন্ট বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। ফলে ৪দিন টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখাতে বলা হয়। প্রক্টর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আপাতত এ বছর বন্ধ রাখা হবে। পরে বিশ্ববিদ্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে বন্ধ রাখা প্রয়োজন তাহলে বন্ধ রাখা হবে।
Discussion about this post