জামালপুর প্রতিনিধি: ‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে জামালপুরে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। মাদারগঞ্জ উপজেলার স্থানীয় নাট্যদল চারণ থিয়েটার চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে গুনারিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গীতিকবি ওবায়দুর রহমান বেলাল। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, নাট্যকার সালাম সাকলাইন, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, চারণ থিয়েটারের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেনিনসহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, নাটকের মাধ্যমে সামাজিক জীবনের নানা অসংগতি সবার সামনে তুলে ধরা যায়। শুধু শহরে নয় প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে দিতে হবে নাট্যচর্চা। পরে নাট্যোৎসবের প্রথম দিন সালাম সাকলাইন রচিত ও সাখাওয়াত হোসেন নির্দেশিত চারণ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক “সেনের খিলের তালুকদার”।
Discussion about this post