চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১১৫ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৫৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে ৪৮ জনকে ৩ লাখ ৫৫হাজার টাকার চেক প্রদান করা হয়। আজ রবিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ রোগীদের হাতে এসব চেক তুলেদেন। সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব সেক্টরের মানুষদের কথা ভাবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই আয়োজন। আপনাদের তালিকা খুবই পরিচ্ছন্নতার মাঝে আমরা যাচাই-বাছাই করে থাকি। এই টাকা দিয়ে আপনাদের কিছুটা হলেও উপশম হবে আশাকরি। আপনাদের কল্যাণের জন্যেই প্রধানমন্ত্রী এই টাকার ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা মানুষ যারা কষ্টে আছেন তাদের কথা প্রধানমন্ত্রী চিন্তা করেন।অঞ্জনা খান বলেন, বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে নাই। করোনাকালীন সময়েও আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। চাঁদপুরে ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এধরণের রোগীদের ৭ কোটি ৪১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। কেউ যেন বঞ্চিত না হয় তার জন্যে কমিটি করা হয়েছে। স্বচ্ছতা ও সুন্দর পদ্ধতি নিশ্চিত করার চেষ্টা করি। যে পরিবারের এধরণের রোগী থাকে সে পরিবার অনেক কষ্টে থাকেন। আপনাদের কিছুটা কষ্ট লাগুবের জন্যে এই চেক প্রদান করা হচ্ছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারি পরিচালক মিয়া মো. ফিরোজ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসিফ মহিউদ্দিন, সিভিল সার্জন এর প্রতিনিধি ডা. সাখাওয়াত হোসেন।
Discussion about this post