চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের পদ্মা-মেঘনার মোহনায় ধরা পড়ছে ইলিশ। গত কয়েকদিন ধরেই জেলার মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে ভরা মৌসুমেও বড় আকারের মাছের তুলনায় ছোট ইলিশই বেশি আসছে ঘাটে। ফলে দাম কিছুটা কমলেও এখনও সাধারণ ভোক্তার নাগালের বাইরে। চাঁদপুর মাছঘাটে শনিবার (৯ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, গত তিনদিন ধরে প্রতিদিন গড়ে অন্তত ৫০০ থেকে ৬০০ মণ ইলিশ আসছে। এতে ঘাটে বেড়েছে কর্মচাঞ্চল্য। হকার, আড়তদার, শ্রমিক ও পাইকারদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে ঘাট এলাকা।মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে আসা বেশিরভাগ ইলিশই ৫০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে। বড় আকারের এক কেজির বেশি ওজনের মাছ তেমন একটা দেখা যাচ্ছে না।এর প্রভাব পড়ছে দামে। যদিও ছোট ইলিশের দাম তুলনামূলক কম, কিন্তু বড় ইলিশের দাম এখনও চড়া।মৌসুমের মাঝামাঝি পর্যায়ে এসে সরবরাহ বাড়লেও দাম তেমন কমেনি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রেতা। তাদের মতে, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমার কথা।এক ক্রেতা বলেন, ‘আগে এক কেজির ইলিশ ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছিল, এখন সেটা ২ হাজার ৫০০ টাকায় নামলেও এখনও অনেক বেশি। ছোট মাছের দামও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ০০০ টাকার মধ্যে। এটা অনেক। চাঁদপুরের এক আড়তদার বলেন, ‘মৌসুমে আরও বেশি মাছ আসার কথা থাকলেও এখনো পরিমাণ কম। প্রতিদিন ৬০০ মন আসা এই সময়ে খুব বেশি নয়। তাই দামের ওপর বড় প্রভাব পড়ছে না।’যদিও ইলিশের জোয়ার শুরু হয়েছে, তবে তা এখনও পুরোপুরি বাজারে স্বস্তি আনতে পারেনি। পর্যাপ্ত সরবরাহ না থাকায়, দাম এখনও অনেকের নাগালের বাইরে। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী সপ্তাহে মাছের সরবরাহ বাড়লে বাজারে স্থিতিশীলতা আসবে।
Discussion about this post