বিনোদন ডেস্ক: টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ অলিউল হক রুমি মারা গেছেন। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার পারিবারিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একমাস আগেই অলিউল হক রুমির কোলন ক্যানসার ধরা পড়ে। এর পর ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতেও যান তিনি। সেখান থেকে ফিরে এসে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি। উল্লেখ্য, অভিনয় জীবনে রুমি তিন দশকেরও বেশি সময় কাজ করেছেন। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। বিশেষ করে বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করতেন রুমি। এ ভাষাতেই দর্শকদের হাসাতেন ও কাঁদাতেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি। আলোচিত ধারাবাহিক ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে তার শোবিজে অভিষেক ঘটে। এর পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ওয়ালিউল হক রুমির জন্ম বরগুনায়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি। ১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন রুমি। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এরপর থেকে টেলিভিশনের পাশাপাশি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
Discussion about this post