ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি মাসে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম আগামী ১১ আগস্ট সকাল সাড়ে ১১টায়, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম আগামী ১৮ আগস্ট সকাল ১১টায়, বার্জার পেইন্টসের এজিএম আগামী ২৪ আগস্ট সকাল ১০টায়, ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম আগামী ২৭ আগস্ট সকাল ১১টায়, জনতা ইন্স্যুরেন্সের এজিএম আগামী ১১ আগস্ট সকাল ১১টায়, ন্যাশনাল ব্যাংকের এজিএম আগামী ২৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এনসিসি ব্যাংকের এজিএম ১১ আগস্ট দুপুর ১২টায়, ওয়ান ব্যাংকের এজিএম আগামী ১১ আগস্ট সকাল ১১টায়, রূপালী ব্যাংকের এজিএম আগামী ৭ আগস্ট সকাল সাড়ে ১১টায়, সাউথইস্ট ব্যাংকের এজিএম আগামী ১১ আগস্ট সকাল ১১টায়, কোম্পানিগুলোর এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
Discussion about this post