ঢাকা: রোহিঙ্গা সংকট নিরসনে চলতি বছর তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও প্রভাব কাজে লাগিয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে মালয়েশিয়ার ভূমিকা এবং আঞ্চলিক নেতৃত্বে তাদের অবস্থান সংকট নিরসনে সহায়ক হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়া তাদের প্রভাব ব্যবহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করবে।প্রধান উপদেষ্টা আরও জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। গত ১৮ মাসে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা যুক্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১৩ লাখ ৫০ হাজার।অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ আশ্রয়, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব চাপের মুখে পড়েছে।চলতি বছর যে তিনটি সম্মেলন অনুষ্ঠিত হবে তার প্রথমটি হবে আগস্টের শেষের দিকে কক্সবাজারে, যা রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হবে। দ্বিতীয় সম্মেলনটি হবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং তৃতীয় সম্মেলনটি বছরের শেষ দিকে কাতারের দোহায় অনুষ্ঠিত হবে। এই সম্মেলনগুলোতে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Discussion about this post