বিনোদন প্রতিবেদকঃ চিত্রনায়ক ফারুককে শেষ বিদায় জানাতে এফডিসিতে তারকাদের ঢল নামে। এসময় প্রিয় নায়কের সাথে কাজের স্মৃতি হাতড়িয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে চোখের পানি জড়ায়।শেষ বিদায় জানাতে এসে ফারুকের সাথে কাজের স্মৃতি নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী সুজাতা আজিম বলেন, ফারুক সাহেবের সাথে আমার কাজের সুযোগ হয়নি। তবে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো। তিনি সত্যকে কখনো অস্বীকার করেনি৷ অপ্রিয় হলেও সত্য বলতেন সবসময়। এটা আমার কাছে ভালো লাগত। চলে গেলেও ফারুক সাহেব আমাদের মাঝে বেঁচে থাকবেন কর্মের মাধ্যমে। ফারুক সাহেবকে হারিয়ে চলচ্চিত্রের মানুষ একজন অভিভাবক হারিয়েছে।
সুজাতা আরও বলেন, একে একে আমরা সিনিয়র শিল্পীদের হারিয়ে ফেলছি। তাদের ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে হবে। তাদের ধরে রাখার অনেক সুযোগ আছে৷ তাদের আর্কাইভের মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে। সবার স্মৃতি ধরে রেখে নতুন প্রজন্মকে চেনাতে হবে। এখনকার তরুণ প্রজন্ম সিনিয়র শিল্পীদের চিনে না। তাদের চেনানোর ব্যবস্থা করতে হবে। সরকারি উদ্যোগের মাধ্যমে এফডিসিতে তাদের স্মৃতি ধরে রাখতে হবে।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র তথা সংস্কৃতির আঙিনায়। আজ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Discussion about this post