চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি: চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস চাপায় ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তাদের চাচাতো বোন অপর এক শিশু। তাকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ডুলাহাজারা এলাকার ইসলামিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে- ডুলাহাজারার পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের কন্যাশিশু আছিয়া জন্নাত সাবা (৭) ও ছেলে মোহাম্মদ সোরাইম (৫)। আর আহত শিশু হলো নুসরাত জাহান (৫)। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ট্রেন (কক্সবাজার এক্সপ্রেস) দেখতে বের হয়েছিল এসব শিশু। এসময় দ্রুতগামি একটি আন্ত:জেলা যাত্রীবাহি বাস সড়কের একপাশে দাঁড়িয়ে থাকা শিশুদের চাপা দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করলে প্রায় ৩ ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় সড়কের উভয় পার্শ্বে কয়েকশ যানবাহন আটকা পড়ে। মালুমঘাট হাইওয়ে পুলিশ স্থানীয়দের বুঝিয়ে বিচারের আশ্বাস দেওয়ায় সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। দোলহাজারী এলাকায় দুই শিশু সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
Discussion about this post