আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ওটিসের আঘাতে লণ্ডভণ্ড মেক্সিকো। ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটিতে ২৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে গত বুধবার আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ওটিসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ মাইল। এতে ঘরবাড়ি ও হোটেলের ছাদ ভেঙে পড়েছে, রাস্তাঘাট প্লাবিত হয়েছে, পানিতে বেশ কিছু গাড়ি ডুবে গেছে। ঝড়ের তাণ্ডবে পর্যটন শহর আকাপুলকো যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়া ভেঙে গেছে রাস্তাঘাট। আকাপুলকো শহরটিতে প্রায় ৯ লাখ মানুষের বসবাস। মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, আকাপুলকো শহর বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। ওটিস এতটাই শক্তিশালী ছিল যে, মেক্সিকোতে আঘাত হানা ঝড়গুলোর মধ্যে একটি। এদিকে ঘূর্ণিঝড়ের পর ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে মেক্সিকো সরকার। ওটিসের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মেক্সিকো সরকার এখনো হিসাব করেনি। তবে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নির্ধারণকারী সংস্থা এনকি রিসার্চের হিসাবমতে, দেড় হাজার কোটি ডলারের মতো ক্ষয়ক্ষতি হতে পারে।
Discussion about this post