স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল (৪৮) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আবু হানিফকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে নান্দাইল পৌর সদরের নিজ বাসা থেকে হাসান মাহমুদ জুয়েলকে এবং বৃহস্পতিবার রাতে ময়মনসিংহরে বাউন্ডারী রোডের নিজ বাসা থেকে আবু হানিফকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, নান্দাইল উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখমের মামলায় এক নম্বর অভিযুক্ত সাবেক উপজেলা চেয়ারম্যান জুয়েলকে এবং ডেভিল হান্ট অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান হানিফকে গ্রেপ্তার করা হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হাসান মাহমুদ জুয়েল। এছাড়া একাধিক মামলার পলাতক আসামি তিনি। ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান হানিফকে ময়মনসিংহ কোতয়ালি থানা পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে। দুই চেয়ারম্যানকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post