আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং ফ্লোটিলা আয়োজকরা ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার উদ্দেশে আবারও সমুদ্রপথে যাত্রার ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ আগস্ট কয়েক ডজন জাহাজ নিয়ে এই যাত্রা শুরু হবে। ৪ সেপ্টেম্বর তিউনিসিয়া থেকে আরও অনেকে এই যাত্রায় যোগ দেবেন। মঙ্গলবার (১২ আগস্ট) ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।সম্প্রতি এক ইনস্টাগ্রাম ভিডিওতে গ্রেটা থুনবার্গ বলেন, “আমরা আবারও অবরোধ ভাঙার জন্য যাত্রা করছি।” ভিডিওটিতে থুনবার্গ ছাড়াও অভিনেতা লিয়াম কানিংহাম এবং নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাসহ অন্যান্য ফ্লোটিলা কর্মীরা উপস্থিত ছিলেন।ফ্লোটিলার ওয়েবসাইট অনুযায়ী, তাদের এই যাত্রার মূল লক্ষ্য হলো সমুদ্রপথে গাজায় ত্রাণ সরবরাহ করা। তারা অভিযোগ করেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) স্থলপথে ত্রাণ সরবরাহ সীমিত করছে।ফ্লোটিলা জানিয়েছে, তাদের জাহাজগুলো শুধু ত্রাণই বহন করবে না, বরং গাজার অবরোধের অবসানের দাবি নিয়ে একটি বার্তা দেবে। যাত্রায় অংশগ্রহণকারীরা মনে করেন, ইসরায়েলি নৌবাহিনী তাদের আটক করার চেষ্টা করবে। তবে তাদের বিশ্বাস, এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন ঘটাবে এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেবে।এদিকে, আইডিএফ-এর মুখপাত্র ইউনিট জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় প্রবেশের পথ বন্ধ করে দিচ্ছে এবং তারা বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।গত ৯ জুন থুনবার্গ এর আগেও ম্যাডলিন নামের একটি জাহাজে করে গাজার জলসীমায় প্রবেশের চেষ্টা করেছিলেন, তখন তাকে এবং তার সহকর্মীদের আটক করা হয়েছিল। ২০১০ সালে মাভি মারমারা ফ্লোটিলা গাজার অবরোধ ভাঙার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ জন ফ্লোটিলা সদস্য নিহত হন।
Discussion about this post