স্টাফ রিপোর্টার: ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে বরিশালের গৌরনদীতে এই আগুনের ঘটনা ঘটে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের সাব স্টেশন অফিসার আকতার উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসছিল বাসটি। বাস রাত সোয়া ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা অতিক্রম করছিল। তখন চলন্ত বাসটির পেছনে থাকা ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে ওই এলাকার এলাহী পেট্রল পাম্পে থাকা লোকজন ডাক চিৎকার শুরু করে। এতে চালক বাসটিকে থামিয়ে দ্রুত যাত্রীদেরকে নামিয়ে দেন। ততক্ষণে ইঞ্জিনের আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের সময় বাসটির ভেতরে ১৪ থেকে ১৫ জন যাত্রী ছিলেন। তিনি আরও বলেন, খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু বাসটি পুরোপুরি পুড়ে যায়। গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে।
Discussion about this post