ঢাকা: ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (১১ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ নির্দেশ দেন। আদালত জানায়, শ্রম আইন লঙ্ঘনের মামলায় ১৬ এপ্রিল পর্যন্ত জামিনে থাকবেন ড.মুহাম্মদ ইউনূস। আগামী ১৬ এপ্রিল ড. ইউনূসসহ হাজির হতে হবে আরও তিন আসামিকে। ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ানো নিয়ে শ্রম আদালতের লিখিত রায়ে বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত ৩ মার্চ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন ড. ইউনূস। ঐদিন ড. ইউনূসসহ চার আসামির জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দিলেও কতদিন বাড়ানো হবে তা লিখিত আদেশে জানানো হবে উল্লেখ করেন আদালত। কর ফাঁকির অভিযোগে গত বছরের ২৫ জুলাইয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশে কোষাগারে বকেয়া দানকর বাবদ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা জমা দেন এই নোবেলজয়ী। সাউথইস্ট ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি। সবশেষ রোববার ২০১১ থেকে ২০১৩ অর্থবছরের কর বাবদ আরও ৫৪ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন তিনি।
Discussion about this post