স্পোর্টস রিপোর্ট: আস্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গ্যাবনের তারকা ফুটবলার লুইরে এমেরিক আবেমেয়াং। ৩২ বছর বয়সী এই তারকা ফুটবলারের অবসর নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে গ্যাবন ফুটবল ফেডারেশন। ফেডারেশন থেকে জানা গেছে যে, জাতীয় দলের অধিনায়ক বার্সেলোনার এই স্ট্রাইকার তার সিদ্ধান্তের কথা মঙ্গলবার তাদেরকে জানিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন আবামেয়াং। জাতীয় দলের জার্সিগায়ে মোট ৭২টি ম্যাচ খেলে করেছেন ৩০টি গোল। যা দেশের হয়ে যেকোনো ফুটবলারের চেয়ে সর্বোচ্চ।
Discussion about this post