স্পোর্টস রিপোর্ট: গত ৪ এপ্রিল আল-আদাহর বিপক্ষেও জোড়া গোল করেন। তবে সৌদির ক্লাব আল-ফায়হার বিপক্ষে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেন রোনালদো। ম্যাচটিতে গোল শূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বড় তারকা রোনালদোকে। ম্যাচের পর রোনালদো সেই হতাশা গোপনও করেননি। বরং ক্ষোভ উগড়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ীকে দেখা যায়, প্রতিপক্ষ খেলোয়াড় আল জাকানকে বলছেন, ‘তোমরা কী খেলতে চাও না নাকি’। রোনালদোর এমন মন্তব্য মূলত শেষ দিকে আল-ফায়হার সময় অপচয় করার দিকেই ইঙ্গিত করেছে। অবশ্য আল জাকানও চুপ করে থাকেননি। রোনালদোকে পাল্টা উত্তর দিতে দেখা গেছে তাকে। এছাড়া সতীর্থরা যখন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছেন, রোনালদো সেদিকে খেয়ালই করেননি। করমর্দন না করে চলে যান টানেলে। এর আগেও বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গেছে সিআরসেভেনকে।
Discussion about this post