স্টাফ রিপোর্টার(বরিশাল): বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম ক্রোশিয়ার সেমিফাইনাল খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করার পর টিভিতে খেলা দেখা আর্জেন্টিনার সমর্থক গোল গোল করে চিৎকার করার একপর্যায়ে উত্তেজিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে স্বজনরা তাকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন আর্জেন্টিনার সমর্থক উপেন চন্দ্র মন্ডল। ৫৫ বছর বয়সের উপেন চন্দ্র মন্ডল বরিশালের গৌরনদীর টরকীর চর গ্রামের মৃত উমেশ চন্দ্র মন্ডলের ছেলে।
Discussion about this post