গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বিআরটিসি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয়। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জের দাড়িপাথর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্লা জানান, ঘন কুয়াশার কারণে সিলেটগামী একটি বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ২০ যাত্রী আহত হন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি হেফাজতে নিয়েছে।
Discussion about this post