গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: নির্মাণাধীন একটি সেফটিক ট্যাঙ্কের পাশের মাটি খুঁড়ে পরিত্যক্ত একটি দেওয়ালের ইট বের করছিলেন এক শ্রমিক। হঠাৎ উপরের মাটি ধসে পড়ে তার ওপর। নিমিষেই তলিয়ে যান তিনি মাটির নীচে। তবে প্রাণে বেঁচে যান তিনি। প্রায় ১০ ফুট মাটির নীচ থেকে আধা ঘণ্টা চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার। মাটির নীচে চাপা পড়া ওই ব্যক্তির নাম বাবুল মিয়া (৫০)। তিনি বুজরুক বেয়ালিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় মঙ্গলবার দুপুরের দিকে শ্রমিক হিসেবে ইট উঠানোর কাজ করছিলেন ওই শ্রমিক। হঠাৎ সে পার্শ্বের একটি সেফটিক ট্যাংকের সাইডের মাটি ধসে তার ওপরে পড়লে প্রায় ১০ ফুট মাটির নিচে চাপা পড়েন তিনি। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা চেষ্টার পর চাপা পড়া মাটি সরিয়ে বাবুল মিয়াকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়। পরে বাবুল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
Discussion about this post