গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হক টুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার ফকিরকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান টুয়েলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, নাশকতা ঠেকাতে সারা দেশের মত গোপালগঞ্জে অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হক টুয়েলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, টুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
Discussion about this post