বিশেষ প্রতিবেদন:গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর জারি করা কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে।গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত ১২টার দিকে জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে চলমান কারফিউ শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে। কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোকসমাগম। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানপাটেও দেখা গেছে ক্রেতাদের ভিড়। যানবাহনও চলাচল শুরু করেছে।এর আগে, গত ১৬ জুলাই রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়। মাঝে তিন ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরবর্তীতে শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত তৃতীয় দফায় কারফিউয়ের সময় বাড়ানো হয়।
Discussion about this post