স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তানের স্টেডিয়ামের সামনে ফুটপাত থেকে অজ্ঞত (৮৫)এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(০৭ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) বিজন কুমার বিশ্বাস জানান, আমরা খবর পেয়ে গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটে সামনের ফুটপাত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। তিনি আরো জানান, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি নিহত বৃদ্ধ ভিক্ষাবৃত্তি করতো অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।
Discussion about this post