বগুড়া প্রতিনিধি: বগুড়ায় প্রতিপক্ষের গুলিতে আহত জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ মারা গেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত নাজমুল হাসান অরেঞ্জ শহরের মালগ্রাম ডাবতলা এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। জানা গেছে, গত ২ জানুয়ারি রাত ৮টায় শহরের মালগ্রাম এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের ভেতর সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্বেচ্ছাসবেক কর্মী রাসেলের গুলিতে অপর গ্রুপের অরেঞ্জ ও আপেল গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। গুলি করার সময় রাসেলের সাথে রাসানী ও সুমন নামে আরও দুই কর্মীও ছিলো। ঘটনার পরদিন অরেঞ্জের স্ত্রী স্বর্ণালী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেছেন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ এখন মর্গে রাখা হয়েছে। এছাড়া অরেঞ্জ মারা যাওয়ার পর এলাকায় টহল বাড়ানো হয়েছে।
Discussion about this post