ঢাকা: রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ভবনে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আ. আহাদ। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে তিনি উপস্থিত হয়ে পরিদর্শন করেন। এরপর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আ. আহাদ বলেন, অন্য কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস ও রাজউক। থমিকভাবে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি- সূত্রপাত ঘটেছিল বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে। তিনি বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত দুই জন মারা গেছেন। আরও দুই জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ডিসি আহাদ বলেন, ফ্ল্যাটের মালিক যারা রয়েছেন, তারা ভবনের নিরাপত্তা কর্মীদের ডেকে নিয়ে প্রবেশ করছেন। ভেতরে কি অবস্থা তা ফ্ল্যাট মালিকরাই বলতে পারবেন। ভবনটি এখন মালিকদের জিম্মায় রয়েছে। আমরা নিরাপত্তার বিষয়টি দেখছি। এর আগে গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে আগুন লাগে। অগ্নিনির্বাপকবাহিনীর ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
Discussion about this post