ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তপশিল ঘোষণার আগে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এই বৈঠকে নির্বাচনের নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধারসহ ২০ টিরও বেশি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।বৈঠকে সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। ধারণা করা হচ্ছে, নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। তফসিল ঘোষণার পূর্বে ইসির এই বৈঠককে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।ইসি সূত্র জানায় ভোটকেন্দ্রে কতজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠকে। ভোটের আগে পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন সেবিষয়েও আসতে পারে সিদ্ধান্ত।এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ২০ অক্টোবর প্রাক নির্বাচনী বৈঠক হয়েছিল।
























































Discussion about this post