ঢাকা: গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা সরকার করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে ‘অধিকার এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স’ আয়োজিত অষ্টম কংগ্রেসে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, সরকারের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতা কমতি নেই। ফলে দেরিতে হলেও, যারা গুমের সঙ্গে যুক্ত তাদের শেষ দেখা হবে।
Discussion about this post