ঢাকা:অন্তর্বর্তী সরকারের সময়েই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, ২০১৩ ও ২০১৪ সালে ভোটাধিকারের দাবিতে চলমান আন্দোলনের সময় সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছিল, যার উদ্দেশ্য ছিল নির্বাচনব্যবস্থা ধ্বংস করা।মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর উদ্যোগে গুমের শিকার পরিবারের স্বজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।মাহফুজ আলম বলেন, শেখ হাসিনা তাঁর মা-বাবার হত্যার প্রতিশোধ নিতে গুম-খুনের রাজনীতি করেছেন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আর দাঁড়াতে দেওয়া হবে না, কারণ তাদের ক্ষমতায় ফেরার সুযোগ দিলে দেশে আবারও গুম-খুন বাড়বে।তিনি আরও বলেন, বিগত সরকারের সময় রাজনৈতিক বিরোধীদের সন্ত্রাসী ও জঙ্গি ট্যাগ দিয়ে গুম করা হয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে এসব অপকর্ম চালানো হয়েছিল, যা দেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি।সরকার ইতোমধ্যে গুম-সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে বলে জানান তথ্য উপদেষ্টা। এই কমিশনের সুপারিশ অনুযায়ী অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আর বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান।মতবিনিময় সভায় গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা ন্যায়বিচার ও প্রিয়জনদের সন্ধান দাবি করেন। তারা গুমের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
Discussion about this post