গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ চারজনের নিহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এবং সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টেকনগপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার পাকুরিয়া গ্রামের আবদুস সালামের ছেলে জাকির হোসেন (২৪) ও একই জেলার গৌরীপুর থানার অচিন্তপুর গ্রামের আবু তায়েব মুন (২৩)। অন্য দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ৩২-৩৫ বছরের মধ্যে। বাসন থানার ওসি মো. খসরু জানান, রাত ১১টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে চার যাত্রী একটি ব্যাটারিচালিত রিকশায় কোনাবাড়ির দিকে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ফ্লাইওভারের নিচে পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলইে অজ্ঞাত দুজন মারা যান। অপরদিকে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলে করে জাকির হোসেন ও আবু তায়েব মুন ময়মনসিংহে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। টেকনগাড়া এলাকায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলসহ পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অজ্ঞাতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অন্য দুইজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post