স্টাফ রিপোর্টার: ঢাকার গাজীপুর কালিয়াকৈর এলাকায় চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ এতে চালক ও তারা সরকারি দুইজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন,মোঃ সাইফুল ইসলাম(৫০) চালক, মোঃ জনি (২৭)তার সহকারি। রবিবার(০৩ ডিসেম্বর)ভোর রাতের দিকে এই ঘটনাটি ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভর্তি দেওয়া হয়েছে। দগ্ধ সাইফুল ইসলাম জানান,আমরা ট্রাকে রড ভর্তি করে চট্টগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবার পথে গাজীপুরের কালিয়াকৈর যাওয়া মাত্রই চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা পরে আমি ও আমার সহকারী লাফিয়ে নেমে যাই। এতে পুরো ট্রাকটি আগুনে জলে যায় ট্রাকটি। পরে আমাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল আমাদেরকে ভর্তি দেয়া হয়। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাবাড়ি থানা সুলতান গঞ্জ গ্রামের ইয়াদ আলী সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,গাজীপুরের কালিয়াকৈর থেকে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ট্রাক চালক ও ট্রাকের সহকারী ঢাকা মেডিকেল এসেছে তাদের ঢাকা মেডিকেল বার্নে ভর্তি দেয়া হয়েছে।বার্নের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে ট্রাক চালক সাইফুল তার ১৭ শতাংশ দগ্ধ হয়েছে,তারা সহকারী জনির ১০ শতাংশ দগ্ধ হয়েছে দুইজনের ফেস বার্ন রয়েছে বলে জানাম তিনি।
Discussion about this post