গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় অভিযান পালিয়ে জিএমপির কোনাবাড়ী থানা এলাকার বাইমাইল সাকিনস্থ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন জনৈক আরিফ ভেন্ডারের জমিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় মো. সজীব(২৭), মো. সজিব মিয়া(২৯), মাসুদ(৩০), মো. বাদল সিকদারকে(৩৫) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। সদর থানা কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ মো. আমজাদ হোসেন (৪২) এবং মো. ফরহাদ হোসেন ওরফে মোটা ফরহাদকে(৩২) গ্রেপ্তার করা হয়েছে। বাসন থানায় মাদক বিরোধী অভিযানে মোসা. আলেয়া (৩৮)কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। জিএমপি জানায়, পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী ও অন্যান্য অভিযান চল
Discussion about this post