আন্তর্জাতিক ডেস্ক: মিশরের পর্যটন নগরী শারম আল-শেখের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের তিনজন কূটনীতিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন কূটনীতিক আহত হয়েছেন। আল-কাহেরা নিউজ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে পাঁচজন কাতারি নাগরিক ও একজন মিশরীয় চালক ছিলেন। তিন কূটনীতিক ঘটনাস্থলেই মারা যান। কায়রোয় কাতারি দূতাবাস এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ আজ বিমানে করে দোহায় পাঠানো হবে। আহত দুজন বর্তমানে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, দুর্ঘটনার আগে এই কূটনীতিকরা কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক মাস ধরে চলা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছিলেন। এদিকে, এই ঘটনার এক দিন পরই সোমবার থেকে শারম আল-শেখে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সভাপতিত্ব করবেন। গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে ২০টিরও বেশি দেশের নেতার এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
Discussion about this post