আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিখাইল মার্টিন। এই হামলায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মার্টিন বলেন, গাজায় ইসরায়েলের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে, যার মধ্যে ৪৬ জন শিশু। আমি এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গাজার জনগণের জন্য মানবিক সহায়তা জোরদারেরও আহ্বান জানাই।তিনি আরও বলেন, এত নিরীহ মানুষের মৃত্যু ভয়াবহ ও অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক আইনকে সম্মান জানানো এখন অত্যন্ত জরুরি।আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, সব পক্ষকে নিজেদের অঙ্গীকার রক্ষা করতে হবে এবং চুক্তির অন্যান্য দিকগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। ইতোমধ্যেই অনেক মানুষ প্রাণ হারিয়েছে, এখনই সহিংসতা বন্ধ করতে হবে।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৪৬ জন শিশু। আহত হয়েছেন আরও ২৫৩ জন, এদের মধ্যে ৭৮ জন শিশু ও ৮৪ জন নারী।মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলায় অন্তত ২১১ জন নিহত এবং ৫৯৭ জন আহত হয়েছেন।২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার ৬০০ জনেরও বেশি।























































Discussion about this post