আন্তর্জাতিক ডেস্ক: গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলায় ইসরায়েলি নৌবাহিনীর হামলার ঘটনায় তীব্র সমালোচনা করেছে ব্রাজিল ও স্পেন। এ নৌবহরে ব্রাজিল এবং স্পেনের বেশ কিছু নাগরিক আছেন।এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘শান্তিপূর্ণ কর্মীদের ওপর ইসরায়েল সরকারের সামরিক পদক্ষেপ আমরা নিন্দা জানাই। এটি মানবাধিকারের লঙ্ঘন এবং তাদের শারীরিক নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে।’বিবৃতিতে আরও বলা হয়, আটককৃতদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব এখন ইসরায়েলের ওপর বর্তায়।এর আগে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মৌরো ভিয়েরা জানান, নৌবহরে অংশ নেওয়া ১৫ জন ব্রাজিলীয় নাগরিকের নিরাপত্তা নিয়ে সরকার সরাসরি ইসরায়েলের কাছে উদ্বেগ জানিয়েছে।উল্লেখ্য, অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোতে আরোপিত বাধা তুলে নিতে এর আগেও ব্রাজিলসহ বহু দেশ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে, গাজামুখী ফ্লোটিলা আটকানোর ঘটনায় স্পেন সরকার মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে।স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই-কে জানান, ‘আজ আমি এখানে মাদ্রিদে ইসরায়েলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছি।’ তিনি আরও জানান, আটকানো ফ্লোটিলায় ৬৫ জন স্পেনীয় নাগরিক ভ্রমণ করছেন।উল্লেখ্য, গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরপরই ইসরায়েল মাদ্রিদ থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।
Discussion about this post