আন্তর্জাতিক ডেস্ক: গাজা ফিলিস্তিনিদের ভূমি এবং কোনো আগ্রাসনের মাধ্যমে তাদের অধিকার কেড়ে নেওয়া যাবে না বলে জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।বুধবার (১০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলের নবম অধিবেশনের দ্বিতীয় বছরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।মোহাম্মদ বিন সালমান বলেন, ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বে দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য সৌদি আরবের প্রচেষ্টা আন্তর্জাতিক সমর্থন অর্জনে সহায়তা করেছে।তিনি আরও বলেন, ‘সৌদি আরব অঞ্চলে ইসরায়েলের হামলা প্রত্যাখ্যান ও নিন্দা জানায়, যার সর্বশেষ ঘটনা ছিল মঙ্গলবার দোহার ওপর চালানো আগ্রাসন।’সৈৗদি যুবরাজ বলেন, ‘কাতার নামক ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের বিরুদ্ধে বর্বর এই হামলা আরব, ইসলামি ও আন্তর্জাতিক পর্যায়ে কঠোর প্রতিক্রিয়া দাবি করে।’তিনি নিশ্চিত করেন, কাতার যেসব পদক্ষেপ নেবে, সৌদি আরব সেগুলোর প্রতি সম্পূর্ণ সমর্থন দেবে।সিরিয়া প্রসঙ্গে তিনি জানান, দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহারে সফল হয়েছে।এছাড়াও লেবানন, ইয়েমেন ও সুদানে স্থিতিশীলতার আশাবাদ ব্যক্ত করেন সৌদি যুবরাজ।
Discussion about this post