বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে গরুবাহী নছিমন উল্টে চালক নিহত হয়েছেন। এসময় দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তাদের বিক্রির তিনটি গরু মারা যায়। শুক্রবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত নছিমন চালক ফজর আলী শেখ (২৭) জেলার চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে। বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক শেখ আবুল হাসান সকালে বলেন, চিতলমারী থেকে পাঁচটি গরু নিয়ে নছিমনে পাশের ফকিরহাটের বেতাগা হাটে বিক্রি করতে যাচ্ছিল। পথিমধ্যে গরুবাহী নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক ফজরের মৃত্যু হয়। নছিমনে থাকা দুই গরু ব্যবসায়ী বাবা ও ছেলে আহত হন। নছিমনে থাকা পাঁচ গরুর মধ্যে তিনটি মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Discussion about this post