ঢাকা:দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এই সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে চারজন রোগী রয়েছেন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৯ জন ডেঙ্গু রোগী, যার মধ্যে ঢাকায় ৩৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ১ হাজার ৪৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হলেও, এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
Discussion about this post