আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৬ জন। গতকাল বুধবার এ সংখ্যা ছিল ৯৫২ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮৫ হাজার ৮৬১ জন। গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল চার লাখ ৯২ হাজার ৪১৮ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬৯৭ জনে।
Discussion about this post