আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩১ হাজার ৯৪৩ জন। এসময়ে মারা গেছে ছয় হাজার ৫৯৬ জন। এই একদিনে আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৬৯ হাজার ও মৃত্যু দুইশো কমেছে। এখন বিশ্বজুড়ে মারা গেছে ৬০ লাখ ৪৩ হাজার ৩ জন ও আক্রান্ত হয়েছে ৪৫ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৮৩৭ জন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ১৫৮ জন। এখন পর্যন্ত দেশটিতে ৫২ লাখ ১২ হাজার ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ হাজার ৪৪০ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে ৩৯ হাজার ২০০ জন এবং মারা গেছে এক হাজার ২৬৫ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আট কোটি ১০ লাখ ৬৪ হাজার ১০৩ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে নয় লাখ ৮৯ হাজার ৪৭৩ জন । ২৪ ঘণ্টায় শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে মৃতের তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ১০৪ জন এবং শনাক্ত হয়েছে তিন হাজার ৭০২ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে চার কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৫৮৫ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১৫ হাজার ৪৯০ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
Discussion about this post