ঢাকা: ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর গেল ১৪ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অনেক উন্নতি করলেও অনেকেই তা স্বীকার করতে চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তবে আওয়ামী লীগ যে ওয়াদা দেয় তা রাখে। শনিবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথ সভার মুলতবি সভায় এসব কথা বলেন তিনি। দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই যৌথ সভা শুরু হয়। এ সময় দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে বিরোধীদল, সুশীল সমাজ ও সমালোচকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, মুখে মুখে দুর্নীতির কথা না বলে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য দিলে সরকার ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির কথা বলা হচ্ছে। যারা এসব বলে বেড়াচ্ছে, তারাই চিহ্নিত দুর্নীতিবাজ। শুধু মুখে বললে হবে না, কোথায় দুর্নীতি হয়েছে, তা স্পষ্ট করে জানাতে হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে বলেই, মানুষ সেসবের শুভ ফল পাচ্ছে। বর্তমান সরকার ছাড়া আর কোনো সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করেছে কি-না, তা জানা নেই আমার। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা যে স্বনির্ভরতার পথ দেখিয়েছিলেন, সেই পথেই হাঁটছে বর্তমান সরকার। ১৪ বছরে সঠিক পরিকল্পনায় মানুষের জীবনমান উন্নত হয়েছে। যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
Discussion about this post