ঢাকা : বাঙালি জাতির জীবনের এক বিভীষিকাময় দিন ২৫ মার্চ। ১৯৭১ সালের এই রাতে নিরীহ বাঙালিকে হত্যায় মেতে ওঠে পাকিস্তানি বাহিনী। সেই ঘটনার স্মরণে প্রতিবছর গণহত্যা দিবস পালন করা হয়। এবার সেই গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার নিজ সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় স্বাগত বক্তব্যে এ স্বীকৃতি চাওয়ার বিষয়ে জানান তিনি। আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, আমরা সব ক্ষেত্রে উন্নয়ন করেছি। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার আদর্শ ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে পারলেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, কাজী জাফরুল্লাহ চৌধুরী, আবুল হাসনাত আবদুল্লাহ,ডা. দীপু মনি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Discussion about this post