ঢাকা: কোনো কোনো সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য সময়ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধাচারণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৮ এপ্রিল) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ পিপলস পার্টি, ন্যাপ ভাসানী ও আমজনতার দলের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। আল জাজিরায় দেওয়া প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করে আমীর খসরু বলেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জুলাই আন্দোলন হয়নি। গণতন্ত্রের সমাধানের আশায় জনগণ কারোর অপেক্ষায় থাকবে না। এ সময় লিয়াজো কমিটির বৈঠকে বসা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ডিসেম্বরে নির্বাচন করতে আগামী মাসের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
Discussion about this post