ঢাকা: গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া চলছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে ক্যাম্পেইন শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরে থেকে এ তথ্য জানানো হয়েছে।অধিদপ্ততের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে অনুষ্ঠিত বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় চলমান এই বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পরিচালিত গণটিকা কর্মসূচিতে যারা প্রথম ডোজ নিয়েছিলেন টিকা কার্ড প্রদর্শন দেখিয়ে তারাই কেবল আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দ্বিতীয় ডোজ নিতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। প্রথম ডোজ নেওয়া কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে হবে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, চলতি মাসেই আমরা ৪ কোটির মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। আজকের টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। তিনি আরও বলেন, আগামী নভেম্বর মাসে অন্তত ৫ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।এর আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম। তবে টিকা সংকটের কারণে সেই কার্যক্রম চালু রাখতে পারেনি সরকার। তখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।
Discussion about this post