স্পোর্টস রিপোর্ট: ভারতে খেলার মাঠে বসন্ত রাঠৌর নামের এক ক্রিকেটার মারা গেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির আহমেদাবাদ রাজ্যে একটি ম্যাচে খেলার সময় হার্ট অ্যাটাক করে মারা যান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বসন্ত রাঠৌর বল করার সময় হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে দেশটির গুজরাটে ১০ দিনে তিন ক্রিকেটার মারা গেলেন। গুজরাটের পণ্য পরিষেবা কর (জিএসটি) দপ্তরের কর্মী ছিলেন ৩৪ বছর বয়সী বসন্ত। ক্রিকেটকে অনেক ভালোবাসতেন তিনি। সেই ক্রিকেট খেলতে খেলতেই পাড়ি দিলেন না ফেরার দেশে।
Discussion about this post