ঢাকা: তীব্র তাপপ্রবাহের মধ্যেই আজ রোববার (২৮ এপ্রিল) থেকে খুলেছে দেশের সকল স্কুল ও কলেজ। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মানতে হবে বেশকিছু নির্দেশনা৷ তবে এখনই স্কুল-কলেজ খোলার পক্ষে নন অভিভাবকরা। এর আগে ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল স্কুল খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে ২৭ তারিখ পর্যন্ত ছুটি বাড়ানো হয়। তবে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকা, শিফটে স্কুল-কলেজ চালানোসহ বেশকিছু শর্ত মেনে স্কুল খোলার ঘোষণা দেয় মন্ত্রণালয়। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম। সকাল থেকে রাজধানীর বেশকিছু স্কুলে লোডশেডিং হওয়ায় শঙ্কা বেড়েছে অভিভাবকদের মনে। তাদের দাবি চলমান তাপপ্রবাহ শেষে বা অন্তত সাত দিন পর স্কুল খোলা হলে শঙ্কামুক্ত থাকতেন তারা। শিক্ষকরা বলছেন, সরকারি সকল নির্দেশনা মেনেই ক্লাস পরিচালনা করছেন তারা। অভিভাবকদের চিন্তামুক্ত থাকার পরামর্শও দিয়েছেন তারা।
Discussion about this post