খুলনা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের কামালিয়া গ্রামের পুকুর থেকে বাবা-মা ও মেয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কামালিয়া গ্রামের হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি ও মেয়ে টুনি।জানা গেছে, স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে তিনজনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বলেন, বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহসহ তার স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া গেছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে।
Discussion about this post