খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার জিলেরডাঙ্গা এলাকায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।সোমবার (২৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানিয়েছে, ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, এ পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
Discussion about this post