স্টাফ রিপোর্টার(খুলনা): খুলনা মহানগরীর খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সংসদ সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে নাঈম গাজী (৩০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ ঘটনায় খানজাহান আলী থানায় একটি মামলা করা হয়েছে। রবিবার দুপুরে খুলনা মহানগরীর গোবরচাকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ সূত্র জানায়, গত ১ নভেম্বর রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফোন করে একজন নিজেকে সংসদ সদস্য বলে পরিচয় দেয়। পরিচয় দিয়ে জানায় একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন। ওই অসুস্থ ব্যক্তি ফোন দিলে প্রধান শিক্ষক যেন ছাত্র-ছাত্রীদের নিকট থেকে টাকা তুলে তাকে দেন। কথিত অসুস্থ ব্যক্তি প্রধান শিক্ষককে ফোন দিলে প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা তুলে ওই ব্যক্তিকে বেশকিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেন। পরে ওই ব্যক্তি একাধিকবার সাহায্যের জন্য ফোন দিলে প্রধান শিক্ষকের সন্দেহ হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক র্যাব-৬ বরাবরে অভিযোগ করেন। র্যাব-৬ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং সংসদ সদস্যের ভুয়া পরিচয় ব্যবহারকারীকে শনাক্ত করেন। রবিবার দুপুরে র্যাব মহানগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক নাঈম গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রধান শিক্ষক বাদী হয়ে র্যাবের সহায়তায় খুলনার খানজাহান আলী থানায় একটি মামলা করেন।
Discussion about this post