স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত ওভার ব্রিজের নিচে বিমানবন্দরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বেপরোয়া জিপের ধাক্কায় নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছে।এই ঘটনায় সুমন মিয়া নামের আরো একজন গুরুতর আহত হয়েছে। বুধবার(২৭ ডিসেম্বর)রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।এতে এই ইয়াসিন নামে আট বছরের এক শিশুর ঘটনা স্থলেই মারা যায় এবং উজ্জ্বল পাণ্ডে(২৬) ও আমরিনা হক (২৭) এক নারীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক(এসআই) মোশারফ হোসেন জানান,রাত ৯ টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা দ্রুতগামী একটি বেপরোয়া প্যারাডো জিপ (ঢাকা মেট্রো-১৫-২৫৯১)ওভার ব্রিজের নিচের আইল্যান্ডের সাথে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর তুলে দেয়। এদের মধ্যে ঘটনাস্থলে ইয়াসিন(৮) নামের এক শিশুর মৃত্যু হয়।এই ঘটনায় শিশু ইয়াসিনের বাবা সুমন মিয়া,উজ্জল পান্ডে ও আমরিনা হক নামে নারী গুরুতরও আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে উজ্জ্বল পান্ডে ও আমরিনা হক ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সুমনকে জরুরী বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা অসংখ্যজনক । তিনি আরো জানান,নিহত ইয়াসিন বাবা সুমন মিয়ার সঙ্গে নিকুঞ্জ এসেছিল ইয়াসিন একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল,এই ঘটনায় ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি।
Discussion about this post