ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওনার চিকিৎসায় মেডিকেল বোর্ড হয়েছে। চিকিৎসকরা খুব উদ্বিগ্ন। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো দরকার। শনিবার (১২ আগস্ট) রাজধানীর বনানীতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্ভব হবে কি না চিকিৎসকরা নিশ্চিত নন জানিয়ে তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডর চিকিৎসকরা বার বার বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে এডভান্সড সেন্টারে পাঠানো উচিত। গতকালও তাদের সঙ্গে আমার আলাপকালে তারা এই কথা বলেছেন। তাকে বিদেশে পাঠানো খুবই দরকার।’ মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিন, তার সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করুন। নয়তো, গণতন্ত্র মুক্তির জন্য যে আন্দোলন শুরু হয়েছে, সেই দাবি আদায় করে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে মুক্ত করবে।’ এদিকে, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
Discussion about this post