স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুনের ঘটনায় মোঃ রফিকুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টা দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতর ছেলে মোঃ নাজমুল সাকিব জানান, বাবা একটি কোম্পানির সিভিল ইঞ্জিনিয়ার ওই ভবনের ১৩ তালায় ধুয়াই অসুস্থ হয়ে করলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমাদের বাসা মিরপুর শাহ আলীবাগের ২৫/৮/২৫/৯ নম্বর বাসার শফিউল্লাহর সন্তান। আমরা তিন ভাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post